বাংলা আর্টিকেল লেখার নিয়ম-বাংলা আর্টিকেল লিখে আয় করার উপায়
আজকের এই আর্টিকেলে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়ম ও বাংলা আর্টিকেল লিখে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এ ব্লগ পোস্টটি আপনার জন্য। প্রতিদিন হাজার হাজার আর্টিকেল লিখে মানুষ তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে।
সেই আর্টিকেলগুলো গুগলে রেংক করার ফলে তারা অনেক টাকা ইনকাম করছে। আপনিও যদি তাদের মত আর্টিকেল লিখে ইনকাম করতে চান তাহলে আপনাকে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে এবং আপনার আর্টিকেলটি এসইও ফ্রেন্ডলি হতে হবে।
পোস্ট সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ
- বাংলা আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড নির্বাচন করা
- ফোকাস কি ওয়ার্ড নির্বাচন করা
- বাংলা আর্টিকেল লেখার বেসিক নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার এডভান্স নিয়ম কানুন
- SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার সেরা ওয়েবসাইট সমূহ
- বাংলা আর্টিকেল লিখে আয় করার উপায়
- বাংলা আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে আর্টিকেলের এ অংশে আলোচনা করা হবে। তাই আপনি
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। বর্তমানে বাংলা ভাষায় আর্টিকেল লেখার
চাহিদা দিন দিন বেড়েই চলেছে। পাঠকের কাছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় তথ্য
তুলে ধরার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বাংলা আর্টিকেল। আপনি আপনার ওয়েবসাইটে
বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার উপায়
তবে এর জন্য আপনাকে আর্টিকেল লেখার নিয়ম অনুসারে আর্টিকেল লিখতে
হবে। এবং আপনার আর্টিকেলটি অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। কারণ অনেকে
অনেক বড় করে আর্টিকেল লিখেন কিন্তু তাদের আর্টিকেল গুগল সার্চে র্যাংক করে না।
এর কারণ হলো তারা আর্টিকেল লেখার নিয়ম অনুসারে আর্টিকেল লিখে না। বাংলা আর্টিকেল
লেখার সময় বেশ কিছু নিয়মকানুন মেনে আর্টিকেল লিখতে হয়। এ সকল নিয়ম কানুন ধাপে
ধাপে নিচে বর্ণনা করা হলো।
বাংলা আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড নির্বাচন করা
মানুষ কোন কিছু জানার উদ্দেশ্যে গুগলে যা লিখে সার্চ দেই তাকে কিওয়ার্ড বলা হয়।
একটি আর্টিকেল লেখার জন্য অবশ্যই আপনার কিওয়ার্ডের প্রয়োজন হবে। তাই আর্টিকেল
লেখার পূর্বেই আপনাকে কিওয়ার্ড নির্বাচন করতে হবে। কিওয়ার্ড হচ্ছে
মূলত দুই প্রকার। শর্ট টেইল কিওয়ার্ড ও লং টেইল কি
ওয়ার্ড। দুটি শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে শর্ট টেইল কি ওয়ার্ড বলে। তিন
শব্দের অধিক শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে লং টেইল কি ওয়ার্ড বলে।
এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি কোন কিওয়ার্ডগুলো নিয়ে লিখব। বলে
রাখা ভালো যে, শর্ট টেইল কিওয়ার্ডের এবাউট রেজাল্ট অনেক বেশি থাকে তাই এ
সকল কিওয়ার্ড নিয়ে লিখলে গুগল সার্চে রেংক করানো অনেক কঠিন। তাই শর্ট টেইল
কিওয়ার্ড নিয়ে না লিখাই ভালো। লং টেইল কিওয়ার্ডগুলোর এবাউট রেজাল্ট তুলনামূলক
কম থাকে
তাই এই টি কিওয়ার্ড গুলো নিয়ে লিখলে গুগলে সহজেই র্যাংক করানো সম্ভব। তাই
আপনি যদি বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে চান তাহলে আর্টিকেল লেখার সময়
অবশ্যই আপনি লং টেইল কিওয়ার্ড ব্যবহার করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন বাংলা
আর্টিকেল লেখার জন্য কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন এবং কোন কিওয়ার্ডগুলো
আপনি এড়িয়ে যাবেন।
ফোকাস কি ওয়ার্ড নির্বাচন করা
বাংলা আর্টিকেল লিখতে হলে আপনাকে প্রথমেই এর কি ওয়ার্ড নির্বাচন করতে হবে।
কারণ কিওয়ার্ড ছাড়া আপনি আর্টিকেল লিখতে পারবেন না। আপনি এখন মনে করতে
পারেন কিওয়ার্ড আবার কি। মানুষ গুগলে যা লিখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড।
আর যেগুলো লিখে মানুষ গুগলে বেশি সার্চ করে সেগুলো হচ্ছে ফোকাস কিওয়ার্ড।
আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনার কিওয়ার্ড টি ফোকাস কিওয়ার্ড হতে হবে।
কারণ ফোকাস কিওয়ার্ড ছাড়া আপনার আর্টিকেল গুগলের র্যাংক করা কখনো সম্ভব
না। আর গুগলে র্যাঙ্ক না করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাই টাকা ইনকাম
করতে হলে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। এখন আপনি ভাবতে পারেন ফোকাস কিওয়ার্ড
কিভাবে নির্বাচন করব।
ফোকাস কি ওয়ার্ড নির্বাচন করার জন্য আপনি গুগলে আপনার কিওয়ার্ড টি
টাইপ করে সার্চ করবেন। তারপর ডান দিকের টুলস আইকনের উপর ক্লিক করে তার এবাউট
রেজাল্ট চেক করবেন। কীওয়ার্ডের অ্যাবাউট রেজাল্ট যত কম হবে
তত ভালো। একটি আদর্শ ফোকাস কিওয়ার্ডের বৈশিষ্ট্য নিচে দেওয়া
হল
- কিওয়ার্ড লং টেইল হতে হবে
- কি ওয়ার্ড এর অ্যাবাউট রেজাল্ট যত কম হবে তত ভালো
- ১০ টি ওয়েবসাইটের মধ্যে নিউজ পেপার ওয়েবসাইট যত কম হবে তত ভালো।
- কি ওয়ার্ড এর সার্চ ভলিউম ৫০০ থেকে ১০০০ এর মধ্যে হলে ভালো হয়
- allintitle রেজাল্ট ১০ এর কম হতে হবে
- ডোমেইন অথরিটি ১০ এর নিচে হলে ভালো
- KGR ফরম্যাট রেজাল্ট ০.২৫ এর কম হতে হবে।
বাংলা আর্টিকেল লেখার বেসিক নিয়ম
বাংলা আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনাকে এর বেসিক নিয়ম গুলো মেনে আর্টিকেল
লিখতে হবে। কারণ আর্টিকেল লেখার সময় এর বেসিক নিয়মগুলো মেনে আর্টিকেল না
লিখলে আপনার আর্টিকেল ইনডেক্স হবে না। যার ফলে আপনার আর্টিকেল গুগলে রেংক করবে
না। আর গুগল র্যাঙ্ক না করলে এর মাধ্যমে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন
না। তাই আর্টিকেল লেখার সময় আপনাকে এর বেসিক নিয়ম গুলো মেনে আর্টিকেল লিখতে
হবে। নিচে আর্টিকেল লেখার বেসিক নিয়ম গুলো দেওয়া হল-
- পোস্ট টাইটেল বা শিরোনাম পাঁচ থেকে আট শব্দের মধ্যে হতে হবে
- পোস্ট টাইটেল লোভনীয় করে লিখতে হবে
- পোস্ট টাইটেলের শুরুতেই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে
- পোস্ট টাইটেল ৬০ ক্যারেক্টরের ভিতরে হতে হবে
- পোষ্টের ভূমিকা বাটন পাঁচ থেকে ছয় শব্দের ভিতরে হতে হবে
- পোস্ট লেখার শুরুতেই একটি ভূমিকা বাটন বানাতে হবে
- ভূমিকা বাটনের মধ্যে অন্য রিলেটেড ফোকাস কিওয়ার্ড বসাতে হবে
- প্রত্যেকটি পোস্ট ফরমেটিং আকারে লিখতে হবে
- পোস্টের ভূমিকা চার লাইনে লিখতে হবে
- চার লাইনের ভূমিকায় পুরো পোস্টের সারমর্ম তুলে ধরতে হবে
- পোস্টের ভূমিকা লিখতে হবে ভূমিকা বাটনের নিচে দুই লাইন ও প্রথম ফিচার ইমেজের নিচে দুই লাইন
বাংলা আর্টিকেল লেখার এডভান্স নিয়ম কানুন
বাংলা আর্টিকেল লেখার সময় এর বেসিক নিয়ম গুলো মেনে কাজ করার পাশাপাশি এর
এডভান্স নিয়ম গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার আর্টিকেল সহজেই
গুগল ইনডেক্স করবে।আর google এ ইনডেক্স হওয়ার পরে আপনার আর্টিকেলটি গুগলে
র্যাঙ্ক করবে। আপনার আর্টিকেল গুগলে রেংক না করলে
আরো পড়ুনঃ বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা
আপনি যতই পোস্ট লেখেন না কেন আপনি টাকা ইনকাম করতে পারবেন না। টাকা ইনকাম করতে
হলে আপনাকে অবশ্যই আর্টিকেল লেখার বেসিক নিয়ম কানুন মেনে কাজ করার পাশাপাশি
আর্টিকেল লেখার এডভান্স নিয়ম গুলো মেনে কাজ করতে হবে। নিচে বাংলা আর্টিকেল
লেখার এডভান্স নিয়ম গুলো দেওয়া হল-
- পোস্ট সূচিপত্র লিস্ট আকারে লিখতে হবে
- পোস্ট সূচিপত্রে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে
- পোষ্টের প্রথম হেডিং ফোকাস কি ওয়ার্ড দিয়ে লিখতে হবে
- প্রতিটি হেডিং পাঁচ থেকে আট শব্দের মধ্যে লিখতে হবে
- প্রতিটি হেডিং এ সর্বনিম্ন দুইটি এবং সর্বোচ্চ পাঁচটি প্যারা লিখতে হবে
- প্রতিটি প্যারা সর্বনিম্ন ৩.৫ লাইনে লিখতে হবে এবং সর্বোচ্চ পাঁচ লাইন লেখা রাখতে হবে
- সবগুলো লেখা জাস্টিফাই ফরম্যাটে লিখতে হবে
- লেখকের মন্তব্য ফোকাস কিওয়ার্ড দিয়ে লিখতে হবে
- লেখকের মন্তব্যে সর্বনিম্ন দুইটি প্যারা এবং সর্বোচ্চ দুইটি প্যারা লিখতে হবে।
আশা করি আপনি বাংলা আর্টিকেল লেখার এডভান্স নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরেছেন।
এই নিয়ম গুলো মেনে আপনি আর্টিকেল লিখলে গুগল সহজেই আপনার আর্টিকেল
ইনডেক্স করবে। ইনডেক্স হবার পরেই আপনার আর্টিকেল গুগলে রেংক করবে।
SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম
SEO হল আপনার আর্টিকেল গুগলে প্রথম পেজে rank করানোর জন্য আর্টিকেলের
ভিতরে এবং এর বাইরে যে কাজগুলো করা হয় সেটাই হলো SEO. আপনি যদি আর্টিকেল
লিখে টাকা ইনকাম করতে চান তাহলে এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
SEO হলো মূলত দুই প্রকার যথাঃ
- ON PAGE SEO
- OFF PAGE SEO
ON PAGE SEO: ওয়ান পেজ এসিও হল আর্টিকেল লেখার ভেতরের
এসিও। আর্টিকেল লেখার জন্য জে নিয়ম কানুন গুলো মেনে আর্টিকেল লেখা
হয় সেগুলোই হচ্ছে ওয়ান পেজ এসিও। উপরে আমরা বাংলা আর্টিকেল লেখার
বেসিক নিয়ম ও অ্য়াডভান্স নিয়ম সম্পর্কে আলোচনা করেছি যেগুলো ওয়ান পেজ
এসিওর অন্তর্ভুক্ত। ওয়ান পেজ এসিওর আরো কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো
নিচে দেওয়া হল-
- প্রতিটি পোস্টে কমপক্ষে তিনটি করে ফিচার ইমেজ বসাতে হবে
- প্রতিটি ইমেজ AI দিয়ে বানাতে হবে
- প্রতিটি পোস্ট ১৫০০ শব্দের বেশি লিখতে হবে
- প্রতিটি পোস্ট আদর্শ সময় অনুযায়ী পাবলিশ করতে হবে
OFF PAGE SEO: অফ পেজ এসইও হলো ওয়েব সাইটের বাইরের এসইও। আর্টিকেল
লেখার পর তা গুগলের রেংক করানো, ওয়েবসাইটের বিশ্বস্ত বাড়ানো ইত্যাদির
জন্য জে এসইও করা হয় সেটি হলো অফ পেজ এসইও। এটি করার জন্য যে কাজগুলো
করতে হয় তার একটি তালিকা নিচে দেওয়া হল-
- ব্যাক লিংক তৈরি
- গেস্ট ব্লগিং
- প্রেস রিলিজ
- কন্টেন্ট মার্কেটিং
- সোশ্যাল শেয়ারিং ইত্যাদি
বাংলা আর্টিকেল লেখার সেরা ওয়েবসাইট সমূহ
আপনি আপনার ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করার মাধ্যমে টাকা ইনকাম
করতে পারবেন। তবে আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখার প্রথম দিকে তেমন কোন টাকা
ইনকাম হয় না। তাই আপনি চাইলে অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লিখে টাকা ইনকাম
করতে পারবেন। আর্টিকেল লেখার জন্য আপনাকে ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করে
তার সাথে চুক্তি করে আর্টিকেল লেখার বিনিময়ে আপনি মাসে কিছু টাকা ইনকাম করতে
পারবেন।
বাংলাদেশের বড় বড় যে সকল নিউজ পেপার ওয়েবসাইট রয়েছে বড় বড় যে সকল আইটি
সেন্টার রয়েছে সেগুলোতে আর্টিকেল লিখে নেওয়ার জন্য আর্টিকেল রাইটার নিয়োগ
দিয়ে থাকেন। আপনি সেগুলোতে আবেদন করতে পারেন। আপনি এসব প্রতিষ্ঠানে
চাকরি করলে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে। এগুলো
ছাড়াও আপনি বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লিখতে পারবেন। তার মধ্যে কয়েকটি
জনপ্রিয় ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল-
- Qoura
- ফাইবার
- আপ ওয়ার্ক
- ফ্রিল্যান্সার
- অর্ডিনারি আইটি
- ব্রিফার আইটি ইত্যাদি।
উপরের এ সকল ওয়েবসাইট গুলোতে আপনি চাইলে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে
পারবেন। তবে জন্য আপনাকে দক্ষ রাইটার হতে হবে। অন্যথায় আপনি আর্টিকেল
লিখে টাকা ইনকাম করতে পারবেন না। আশা করি আপনি পুরো বিষয়টি
বুঝতে পেরেছেন।
বাংলা আর্টিকেল লিখে আয় করার উপায়
বাংলা আর্টিকেল লিখে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে এর
জন্য আপনাকে একজন দক্ষ রাইটার হতে হবে। বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য
প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ব্লগার অথবা
ওয়ার্ডপ্রেস যেকোনো একটি ওয়েবসাইট হলেই হবে। এরপর সে ওয়েবসাইটে
আপনাকে প্রতিদিন আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে।
আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
আপনার এই আর্টিকেলগুলো গুগলে রেংক করার ফলে তার মাধ্যমে মানুষকে এড দেখিয়ে আপনি
টাকা ইনকাম করতে পারবেন। তবে বলে রাখা ভালো আর্টিকেল লেখার শুরুর দিকে আপনার তেমন
কোন ইনকাম হবে না। তবে একটা নির্দিষ্ট সময় পর এই ওয়েবসাইট থেকে আপনি মাসে
লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। আশা করি আপনিপুরো বিষয়টি বুঝতে
পেরেছেন।
বাংলা আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
- প্রশ্নঃ বাংলা আর্টিকেল কি?
- উত্তরঃ বাংলা আর্টিকেল হল এমন একটি লেখা যা পাঠককে একটি নির্দিষ্ট বিষয়ে বাংলা ভাষায় বিস্তারিত তথ্য প্রদান করে।
- প্রশ্নঃ বাংলা আর্টিকেল লিখে কি টাকা ইনকাম করা যায়?
- উত্তরঃ জি অবশ্যই বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায়। আপনার লেখা আর্টিকেলগুলো google এ রেংক করলে সে আর্টিকেল এর মাধ্যমে মানুষকে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করা যায়। এবং এটি একটি লাভজনক টাকা ইনকাম করার উপায়।
- প্রশ্নঃ কিভাবে আর্টিকেল লিখলে টাকা ইনকাম করা সম্ভব?
- উত্তরঃ আর্টিকেল লেখার জন্য কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে আপনি যদি আর্টিকেল লিখেন তাহলে সেই আর্টিকেল থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর্টিকেল লেখার নিয়ম গুলো এই পোস্টের উপরের দিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
লেখকের মন্তব্যঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
আজকেরে এই আর্টিকেলে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়ম, বাংলা আর্টিকেল
লেখার সেরা ওয়েবসাইট কোনগুলো এবং বাংলা আর্টিকেল লিখে কিভাবে আয় করা যায়
সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে
আপনি উপকৃত হয়েছেন। বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আপনাকে একজন দক্ষ
রাইটার হতে হবে।
সেই সাথে আমি আপনাকে বলতে চাই অন্যের ওয়েবসাইটে আর্টিকেল না লিখে নিজের
ওয়েবসাইটে আর্টিকেল লিখুন। এতে আপনার ইনকাম হতে দেরি হলেও একটা নির্দিষ্ট সময়
পর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। এরকম আরো ইনকাম করার বিষয় সম্পর্কে
জানতে আমাদের Briefer IT ওয়েবসাইটের
সাথেই থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url